বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

শেরপুর নকলায় তিনজন ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুজন ও চাঁপাইনবাবগঞ্জে একজনসহ সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে গড়েরগাঁও এলাকায় ঢাকা-শেরপুর পাইস্কা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের জবেদা বেগম ও ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বনুকড়া এলাকার বাসিন্দা রাজা মিয়া ঘটনাস্থলেই মারা যান। এর মধ্যে জবেদা বেগম ও রাজা মিয়া সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই। নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের আবেদা খাতুন নামে এক নারীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় অটোরিকশা চালক ও দুই যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুজন মারা যায়। চালক ও দুইজন যাত্রী গুরুতর আহত হন। নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যানও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (৮ মে) বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশাযাত্রী যাত্রী নজরুল ইসলাম ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সিএনজি চালক আব্দুল গফুর। আহতদের পরিচয় পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অটোরিকশা চালক মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে কামাল হোসেন নামে এক এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।  এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। নিহত কামাল জেলার শিবগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের সাজ্জাদ মুন্সীর ছেলে। বুধবার (৮ মে) উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মৃত লুৎফলের ছেলে মুখলেসুর রহমান ও পাকাটোলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মোহাম্মদ হোসেন। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বিকালে উপরটোলা এলাকায় অটোরিকশার সঙ্গে ট্রলির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক কামাল নামে একজন ঘটনাস্থলে মারা যায়। ওসি আরও জানান,  এ সময় আরও দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ট্রলিটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে বলেও জানান ওসি।

টিএইচ