শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের হাটহাজারীতে চালক-হেলপার, টাঙ্গাইলের ঘাটাইলে দুই বন্ধু ও বরিশালের গৌরনদীতে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে দুই ট্রাকের সংঘর্ষে চালক মো. আলমগীর (৩৫) ও হেলপার রুবেল (২৭) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের নতুন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাতমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নাজিরহাট হাইওয়ে পুলিশ জানায়, ভোরে পাথর ও রাবারবাহী দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাবার বোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করে। সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি জানান হাইওয়ে পুলিশের ইনচার্জ আনিসুর রহমান।

ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অটোভ্যানের ধাক্কায় বাইক আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় সাগরদিঘী-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও তার বন্ধু একই গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (১৮)।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে শহর গোপীনপুর যাচ্ছিলেন। পথে কামালপুর এলাকায় পৌঁছালে একটি অটোভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা সোহাগ ও সবুজ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়

গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ-গৌরনদী ভায়া নলচিড়া সড়কের বোরাদীগরঙ্গল এলাকায় গত সোমবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. বায়েজীদ খান (১৫) নামের দশম শ্রেণির ছাত্রসহ ২জন নিহত হয়েছেন। নিহতদের স্বজনদের সূত্রে জানাগেছে, উপজেলার চর কুতুবপুর গ্রামের মৃত আবুল খানের ছেলে ও উপজেলার কুতুবপুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. বায়েজীদ খান (১৫) কুতুবপুর অটোস্ট্যান্ড থেকে বাড়িতে যাওয়ার কথা বলে গত সোমবার সন্ধ্যায় তার বড়ভাই শাওন খানের কাছ থেকে তার ব্যবহূত মোটরসাইকেলটি চেয়ে নেয়। 

বায়েজীদ বাড়ির দিকে না গিয়ে পিঙ্গলাকাঠী বাজারের দিকে রওনা হলে বড়ভাই শাওন তাকে জিজ্ঞাসা করে ওই দিকে কোথায় যাও। তখন বায়েজীদ জানায় পিঙ্গলাকাঠী বাজার থেকে একটি মিষ্টি খেয়ে সে দ্রুত ফিরে আসবে। এরপর সে মোটরসাইকেলটি নিয়ে দ্রুতগতিতে পিঙ্গলাকাঠী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ওই সড়কের বোরাদীগরঙ্গল এলাকার ফকির বাড়ির সামনে একটি অটো থেকে নেমে পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন ওই বাড়ির বৃদ্ধ মুনছুর আলী ফকির (৭৫)। 

তখন বৃদ্ধ মুনছুর আলী ফকিরকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের ওপর ফেলে দিয়ে বায়েজীদসহ মোটরসাইকেলটি ছিটকে সড়কের বাইরে পড়ে যায়। এতে বায়েজীদ ও বৃদ্ধ মুনছুর আলী ফকিরগুরুতর আহত হন। পরে স্থানীয়রা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তখন বৃদ্ধ মুনছুর আলী ফকিরকে মৃত ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে ঘটনা অবহিত করতে নির্দেশনা থাকায় আমরা একটি বেতার বার্তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা অবহিত করেছি।

টিএইচ