বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল নয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল নয় প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিনাজপুরের ঘোড়াঘাট ও হিলিতে চারজন, নেত্রকোনার কেন্দুয়ায় এক শিক্ষার্থী, মানিকগঞ্জে দুই সবজি ব্যবসায়ী, লালমনিরহাটের পাটগ্রামে মোটরসাইকেল আরোহী ও গাজীপুরের কোনাবাড়ীতে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহত দুজন ট্রাকের চালক ও চালক সহকারী (হেলপার)। শুক্রবার (২৬ এপ্রিল) দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি মোড়ের পাশে ওসমানপুর তিনমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম-চৌমুহনী গ্রামের মনতাজ আলীর ছেলে গোলাম রব্বানী এবং একই গ্রামের মৃত কমল উদ্দীনের ছেলে মোহাম্মদ রেজয়ান। নিহত গোলাম রব্বানী ট্রাক চালক এবং রেজয়ান চালক সহকারী (হেলপার)। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে। 

এদিকে হিলিতে তপ্তরোদে রাস্তার পিচগলে পিচ্ছিল হয়ে গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিরামপুর-হাকিমপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে হাকিমপুর থানা পুলিশ জানায়, মোটরসাইকেলে দুজন বিরামপুর যাচ্ছিল। একই সময় বিরামপুর দিক থেকে গরুবাহী স্যালোচালিত ইঞ্জিনের নছিমন হিলির দিকে যাচ্ছিল। তপ্তরোদে রাস্তা পিচ পিচ্ছিল হয়ে মোটরসাইকেলটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হন। হাকিমপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় গরুবোঝাই ট্রাকচাপায় রিয়াজ মিয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত রিয়াজ উপজেলার মাসকা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। রিয়াজ কেন্দুয়া পৌর শহরের সায়মা শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, রিয়াজ রাতে বাড়ি থেকে সাইকেলে চড়ে কেন্দুয়া শহরের দিকে যাচ্ছিল। পথে সাউদপাড়া মতির মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির গরুবোঝাই একটি ট্রাক রিয়াজকে চাপা দেয়। এতে রিয়াজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রিয়াজকে চাপা দেয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কাটিগ্রম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম, একই এলাকার আব্দুস সামাদের ছেলে সানোয়ার হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, জাগীরের কাঁচা বাজারের আড়ত থেকে নিহত দুই ব্যক্তি সবজি ক্রয় করে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। তাদের ভ্যান গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডমুখী কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে নিহত হন তারা। গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দ্র বসু বলেন, ঘটনাস্থল থেকে দুই সবজি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক ও সহকারীকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের করলাটারী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, ওই উপজেলার বুড়িমারী বাজার এলাকার শাহীন মিয়া। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। আহতরা হলেন- একই এলাকার আব্দুল মালেকের ছেলে রবিউল ইসলাম উলু এবং মৃত খলিলুর রহমানের ছেলে রফিক মিয়া। হাইওয়ে পুলিশ জানায়, করলাটারী ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে শাহীন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া রবিউল ও রফিক গুরুতর আহত হলে তাদের প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি এসএম আরিফুল্লাহ বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করে একটি মামলা হয়েছে।

গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছে। নিহতের নাম মো. সাইমুন ইসলাম। এ ঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) কোনাবাড়ি এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন ইসলাম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কানুহাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে। আর তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই সোহাগ চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ