বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি ঘটনায় তিনজন, টাঙ্গাইলের মধুপুরে দুজন, ফরিদপুরের মধুখালীতে দুজন, রাজবাড়ীতে একজন ও বরিশালে এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
পীরগঞ্জে (রংপুর) : রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিষয়টি জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম। ওসি জানান, উপজেলার মাদারহাট এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে যাত্রীবাহী বাস হানিফ পরিবহন এবং বেস্টওয়ান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন এবং রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া নামে আরেকজন মারা যায়। নিহত মিন্টু মিয়া মিঠাপুকুর উপজেলার হযরতপুর ইউনিয়নের বৈরাতী এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পীরগঞ্জের একই এলাকায় রাত সাড়ে ৩টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে আঘাত করে অজ্ঞাত একটি বাস। এতে কাভার্ডভ্যানে ঘুমিয়ে থাকা চালক মারা যায়। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। বড়দরগা হাইওয়ে পুলিশের পরিদর্শক সোলাইমান শেখ জানান, পীরগঞ্জের দুটি সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম। কামরুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার জৈনাবাজার এলাকায়। তিনি ওই এলাকার একটি ভাতের হোটেলের কর্মচারী। অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও মধুপুর থানা সূত্রে জানা গেছে, মধুপুর পৌরশহরের মালাউড়ি এলাকায় এলে টাঙ্গাইলগামী প্রাইভেটকারের সঙ্গে মধুপুরগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকার সড়কের কয়েক গজ দূরে গিয়ে থমকে দাঁড়ায়। মাহিন্দ্রার যাত্রীরা ছিটকে পড়েন। মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেই। আহতদের মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজন ও ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে আরেকজন নিহত হয়েছেন। নিহতদের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসদরের মধুবন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুমন আলী ও সিরাজ হাওলাদার। নিহত সুমন ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের বাবুর আলীর ছেলে ও অপর নিহত সিরাজ হাওলাদার বরিশাল সদরের সারুখালী এলাকার মৃত ইয়াছিন হাওলাদারের ছেলে বলে জানা যায়। আহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন, মিম, সোনালী, জসিম, শিরিন, শারমিন বেগম, এছাড়া বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরাগামী লেনের উপর মধুখালী বাজার হতে একটি ব্যাটারিচালিত ইজিবাইক গোন্দারদিয়ায় যাওয়ার জন্য ফরিদপুরগামী লেন থেকে মাগুরাগামী লেনে যাওয়া মাত্রই ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস নিজ লেন ছেড়ে মাগুরাগামী লেনে গিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আর ৯ জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী। এ কর্মকর্তা আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার সিংড়া-নিজাতপুর বাজার এলাকায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শহিদুল মাঝি নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামের নুরাল মাঝির ছেলে ও সিংড়া নিজাতপুর বাজারের ব্যবসায়ী। শুক্রবার (২১ জুন) সদর উপজেলার দাদশী বাজারের নিকট মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে ৩ জন আরোহী বাজার থেকে যাওয়ার সময় দাদশী বাজারে নিকট পৌঁছালে মোড়ের উপর নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শহিদুল মাঝি মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতে খারুল আলম প্রধান বিষয়টি জানিয়েছেন।
বরিশাল ব্যুরো : ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এয়ারপোর্ট সংলগ্ন কামিনী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যাত্রী খাদিজা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। নিহত খাদিজা বেগম উজিরপুর উপজেলার নয়াবাড়ি গ্রামের আজিজ তালুকদারের স্ত্রী। দুর্ঘটনায় আরও কমপক্ষে ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ জুন) ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ইমন বলেন, গত বৃহস্পতিবার এ দুর্ঘটনার পর পরই সামি-সাদি এবং ফরহাদ পরিবহন নামের দুটি বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত দুটি বাস জব্দ করা হয়েছে।
টিএইচ