সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল নয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল নয় প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহের তারাকান্দায় তিনজন, ঝিনাইদহের মহেশপুরে সিএনজির ৩ যাত্রী, মেহেরপুরে একজন, নাটোরের বড়াইগ্রামে একজন ও হবিগঞ্জের বাহুবলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

তারাকান্দা (ময়মনসিংহ) : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম, যাত্রী হয়ে পিকআপে উঠা একই উপজেলার সন্ধ্যাকূড়া গ্রামের মৃত ওসন আলীর ছেলে আব্দুল কাদির, অপরজন আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান। 

তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী জানান, ঢাকা-শেরপুর মহাসড়কে ঢাকাগামী চিনি বোঝাই একটি পিকআপ শেরপুরগামী আলু ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় একজন ঘটনাস্থেলই নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়। রাস্তায় যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে বালুবোঝাই ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) খালিশপুর-মহেশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির ঘুগড়ি গ্রামের রিমাজ উদ্দিন মালিথার ছেলে আলমগীর ও একই ইউপির পান্তাপাড়া গাবতল গ্রামের মৃত হাজি আব্দুর গনির ছেলে কাশেম আলী একই গ্রামের চারু মোল্লার ছেলে কামাল। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের  যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিতে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভালাইপুর দরগাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়, আহত হয় আরো ৩ জন। 

আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে  অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে ঢাকা নেয়ার পথে নড়াইলে পৌঁছালে কামাল নামের আরেকজন মারা যায়। মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছেন।

মেহেরপুর : মেহেরপুরে সাউদিয়া পরিবহনের ধাক্কায় অধীর কর্মকার নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধীর কর্মকার মেহেরপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের জয়দেব কর্মকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অধীর কর্মকার রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী সাউদিয়া পরিবহনের মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আলাউদ্দিন মণ্ডল নামের একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন রাজশাহী সদর উপজেলার সুলতানগঞ্জ গ্রামের মৃত এরিয়া মণ্ডলের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পাঁচ-ছয়জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বাস দুটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার মিরপুর-ধুলিয়াখাল রোডের ভুলকোট নামক স্থানে। জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের তারাপাশা গ্রামের ছোট মিয়ার ছেলে শেফুল মিয়া তার সহযোগীসহ মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলো।  শেফুল মিয়া মিরপুর টু ধুলিয়াখাল সড়কের ভূলকোট নামক স্থানের নন্দনপুর রাস্তার মুখে পৌঁছামাত্রই টমটম ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শেফুল মিয়াসহ দুই  আহত হয়। শেফুল মিয়ার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমান।

টিএইচ