বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যশোরে তিনজন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একজন ও কুমিল্লার চৌদ্দগ্রামে একজন নিহতর হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

যশোর : যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৭ মে) এ ঘটনা ঘটে। অপরদিকে এ ঘটনার পরপরই যশোর হামিদপুর বিজিবি ক্যাম্পের সামনে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস উল্টে আরও প্রায় ১০ জন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। মূলত সড়কের পাশে একটি গাছের গুঁড়ি কাটা অবস্থায় রাখা ছিল। ওই স্থান দিয়ে একটি ট্রাককে সাইড দিতে কর্দমাক্ত সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

নিহতরা হলেন- বাসের যাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের বাসিন্দা হাশেম আলী, অপরজন সেন্টমার্টিন পরিবহনের সুপারভাইজার। ট্রাক দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রমিক নিয়ে সাতক্ষীরার শ্যামনগর যাওয়ার পথে তারাগঞ্জ বাজার সংলগ্ন মহাসড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একজন যাত্রী ও বাসের সুপারভাইজারের মরদেহ উদ্ধার করে। বাস দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক। এর আগে সোমবার (২৭ মে) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা (৩৫) সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আরিফ বলেন, সকালের দিকে ওই অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক সামান্য আহত হন। এর আগে কুমিল্লায় কর্মরত অবস্থায় গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হচ্ছিল।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে নেয় এবং মরদেহ থানায় নিয়ে আসে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে আমারগন্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মিলন (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (২৭ মে) তথ্যটি জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন। নিহত ট্রাকচালক সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গরিয়া ডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে।

]পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৭ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ফল বোঝাই পিকআপটি চলন্ত অবস্থায় সামনে থাকা অজ্ঞাতনামা অপর একটি কাভারভ্যানের পেছনে ধাক্কা দিলে ড্রাইভার মিলন গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় গুরুতর আহত পিকআপ চালক মিলনকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএইচ