সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, গাজীপুরের কালিয়াকৈর দুজন, ঝিনাইদহের মহেশপুরে একজন, গাজীপুরের পূবাইলে অটোরিকশাচালক ও ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশাচালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে  মহাসড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে দুই যাত্রী নিহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু তাহের (৪৫) ইব্রাহিম (৩৬)। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক নৌ-বাহী ক্যাপ্টেন আবু তাহের ও ইব্রাহিমসহ চারজন গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে, রোববার (১০ ডিসেম্বর) ভোর রাতে প্রাভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। এসময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। নাওজোড় হাইওয়ে থানার ওসি  মো. শাহাদাৎ হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে  লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকলেছুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে অপর মোটরসাইকেল থাকা আরো দুই আরোহী।  রোববার (১০ ডিসেম্বর) শহরের উপজেলারইন্দারাপাড় নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত মকলেছুর রহমান মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের আনছার আলী ছেলে। এঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী গোপালপুর গ্রামের ইদবার আলীর ছেলে রিফাত ও শ্রীরামপুর গ্রামের হূদয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে বাড়ি ফিরার পথে ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা দিলে গুরুত্বর আহত হন মকলেছুর রহমান। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। 

পূবাইল (গাজীপুর): পূবাইলে তালটিয়া এলাকায় বাসচাপায় উজ্জ্বল (২৭) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিক্সার আরও তিন যাত্রী। গত শনিবার রাতে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল পূবাইলের খিলগাঁও (কলেজ গেট) এলাকার সোহরাব মিয়ার ছেলে। সে অটোরিক্সা চালক। আহতরা হলো অটোরিকশার যাত্রী আবুল বাশার, জেমস সুমন হালদার, রাশেদ। 

পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, টঙ্গীগামী লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তালটিয়া এলাকা অতিক্রম করছিলো। সে সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় ওই বাস। এতে অটোচালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটো চালক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ বাসটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আজমত আলীর ছেলে। জানা যায়, নুরুল ইসলাম তার পরিবার পরিজন নিয়ে পৌর শহরের কড়ইতলী এলাকায় বাসায় ভাড়া থাকতো। গত শনিবার রাতে ভালুকা-গফরগাঁও-হোসেনপুর রোডে দিঘীরপাড় গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিস্থিতির অবনতি হলে স্বজনরা এসে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। 

টিএইচ