রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১১ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১১ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাঙ্গাইলে চারজন, বরিশালের বাকেরগঞ্জে শিশুসহ দুজন, কুমিল্লার চৌদ্দগ্রামে একজন, নড়াইলে এক কিশোর, সিলেটে গ্যাসফিল্ডের উপব্যবস্থাপক, চাঁপাইনবাবগঞ্জে একজন ও ময়মনসিংহের নান্দাইলে একজন নিহতের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাটানো খবর—

টাঙ্গাইল : সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। শুক্রবার (১৪ জুন) ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইলের কলেজের সামনে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়। আহত হয়েছেন চারজন। নিহতরা হচ্ছেন, জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), তার নানী শ্বাশুড়ি হোসনে আরা (৬৮) ও কুমিল্লার কুদ্দুস মিয়ার ছেলে ও প্রাইভেটকার  চালক আবুল হোসেন (৩৩)। বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাঝ রাতের কোনো এক সময় উপজেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে গুরুতর অবস্থায় ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। এছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার কুলি নামক স্থানে সকাল ৮টার দিকে সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন মারা যায়।

বাকেরগঞ্জ (বরিশাল) : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর গাড়ি, সিএনজিচালিত থ্রি-হুইলার ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- থ্রি-হুইলার চালক সাইদুল ইসলাম ও থ্রি- হুইলারের যাত্রী শিশু জায়ান (৪) । এদের মধ্যে নিহত সাইদুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও শিশু জায়ান একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিন অপুর ছেলে। এছাড়া এ দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু, অপুর স্ত্রী, হাফেজ মিজান ও কাওসার নামে চারজন আহত হয়েছেন। হতাহতরা সবাই জিএনজিচালিত থ্রি-হুইলার ও অটোরিকশার যাত্রী এবং চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর একটি গাড়ি সেনা সদস্যদের নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল সিএনজিচালিত একটি থ্রি-হুইলার ও অটোরিকশা। এ সময় সংঘর্ষ হয়। তখন আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের লাশ শেবাচিমের মর্গে রযেছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যান চালক বাহাদুর মিয়া (৩২) নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সুবর্ণপুর উপজেলার চড়ভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে। শুক্রবার (১৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় ঢাকামুখী কাভার্ডভ্যান সামনের চলন্ত অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক বাহাদুর মিয়া ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেন। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ও লাশ উদ্ধার করা হয়েছে।

নড়াইল : নড়াইল সদর উপজেলায় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাঈম শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাঈম শেখ শুক্রবার (১৪ জুন) নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের নিজ বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়। এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে নিজ বাড়ির সামনে ট্রাকের ধাক্কায় মইনুল হোসেন আয়ানী গ্যাসফিল্ডসের উপব্যবস্থাপক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চিকনাগুলের উমনপুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ডিআই ট্রাকের ধাক্কায় আহত হয়ে মারা যান সিলেট গ্যাসফিল্ডসের এ কর্মকর্তা। জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, মোটরসাইকেল করে সিলেট গ্যাস ফিল্ডের উপব্যবস্থাপক মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান (৪২) নামের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার নাচোল উপজেলার নেজামপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। সদর মডেল থানার ওসি মেহেদি হাসান জানান, শুক্রবার (১৪ জুন) মোটরসাইকেলযোগে নেজামপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দিকে আসছিলেন জাহিদ হাসান। পথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর এলাকায় একই দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। 

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার (১৪ জুন) সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছে। এছাড়া শিশুসহ আরো ৯ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় যাতায়াত প্রা. লি. এর বাস আটক হলেও বাসচালক পলাতক রয়েছে। জানাগেছে, সকালে নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া রোডের দক্ষিণ বাঁশহাটির বুটান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. আবদুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ওসি আবদুল মজিদ বলেন, আহতদের মমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া বাস চালককে ঘটনাস্থলে না পেলেও বাসকে আটক করা হয়েছে।  

টিএইচ