শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিলবোর্ড দিয়ে মুক্তিযুদ্ধ হয়নি: হুইপ আবু সাঈদ আল মাহমুদ

নোয়াখালী প্রতিনিধি

বিলবোর্ড দিয়ে মুক্তিযুদ্ধ হয়নি: হুইপ আবু সাঈদ আল মাহমুদ

বিলবোর্ড দিয়ে মুক্তি যুদ্ধ হয়নি, হয়েছে বঙ্গবন্ধুর ডাকে৷ তাই বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করেই রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ৷ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷

তিনি আরও বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস৷ কাজেই জনসম্পৃক্ততা বাড়াতে হবে৷ মানুষকে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ প্রচার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সরকার গঠন করার আহ্বান জানান৷

এসময় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনা ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সানা উল্যাহ বিকমের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী-৫ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করীম চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি ফরিদা খানম সাকি, সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েত৷

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের উদ্বোধনকৃত সম্মলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট এটিএম মুহিব উল্যাহ, ডাক্তার আব্দুর রব ও এডভোকেট ওমরসহ জেলা, উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা৷

কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত কমিটির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীকে নির্বাচিত করতে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান৷ 

টিএইচ