সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিশ্বম্ভরপুরে বন্যার্তদের জন্য সরকারের সুদৃষ্টি আছে : সাদিক এমপি

বিশ্বাম্বারপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে বন্যার্তদের জন্য সরকারের সুদৃষ্টি আছে : সাদিক এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্র এলাকার জন্য অত্যন্ত আন্তরিক এবং সবসময় সুদৃষ্টি রাখেন। বর্তমান সরকারের খাদ্য ও ত্রাণের কোনো অভাব নেই। 

খাদ্যের অভাবে যাতে মানুষ কষ্ট না পায়, এজন্য সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসন, জনপ্রতিনিধি, আ.লীগ রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজসেবক সকল মহলের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। 

পিছিয়ে থাকা বিশ্বম্ভরপুর উপজেলাকে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। কথাগুলো গত শুক্রবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলায় ত্রাণ বিতরণের আগে মতবিনিময় সভায় এমপি ড. মোহাম্মদ সাদিক বলেছেন।

শুক্রবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রশাসন, উপজেলা পরিষদ, ইউপির জনপ্রতিনিধি, আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতারাসহ সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজনের উপস্তিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মফিজুর রহমানের তত্ত্বাবধানে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি ড. মোহাম্মদ সাদিক। 

ড. মোহাম্মদ সাদিক আরো বলেন, হাওরে কোথায় বাধ, ব্রিজ, কোথায় নদী, খাল খনন তা সব জানেন। কাজেই এ অঞ্চলের সার্বিক উন্নয়ন এ সরকারের আমলে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, ইউএনও মফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক, থানার ওসি শ্যামল বণিক, তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো. আবুল কালামসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। 

টিএইচ