বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ আটক ২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদেশি মদ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— উপজেলার পলাশ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের নিপেন্দ্র চন্দ্র পালের ছেলে সাগর চন্দ্র পাল ও একই উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম শিলডুয়ারের দেলোয়ার হোসেনের ছেলে আমির হোসেন। 

গত শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। 

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি টিম শুক্রবার দুপুরের দিকে গোবিন্দনগর সড়কের পার্শ্বে মদ ক্রয়-বিক্রয়কালে সাগর চন্দ্র পাল ও আমির হোসেনের হেফাজত থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে। 

ওই সময় বিদেশি মাদক চোরাকারবারে জড়িত থাকায় সাগর ও আমিরকে আটক করে থানা পুলিশ। বিশ্বম্ভরপুর থানায় সাগর ও আমিরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিস্ট ধারায় মামলা করা হয়েছে।

টিএইচ