বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিস্ফোরক মামলায় সিংগাইরে দুজন গ্রেপ্তার 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিস্ফোরক মামলায় সিংগাইরে দুজন গ্রেপ্তার 

হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম, মটরসাইকেলে আগুন দিয়ে ককটেল বিস্ফোরক ঘটানোর অপরাধে ৪৩ জন এজহারভুক্ত ও ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মানিকগঞ্জ সিংগাইর থানায় একটি মামলা হয়েছে ও দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।

গ্রেপ্তার আসামিরা হলেন, আজিমপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে নাজমুল, গোবিন্দল গ্রামের জজ দেওয়ানের ছেলে সালাউদ্দিন দেওয়ান। গত রোববার রাতে সিংগাইর কবরস্থানের পাশে হেমায়েতপুর-মানিকগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুইজন গ্রেপ্তার হয়েছে এবং বাকী আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ