শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির করা রাজনৈতিক মামলায় ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নুরুল ইসলাম মাস্টার পৌর শহরের হাটখোলা এলাকার বাসিন্দা এবং সুজালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দুবার নির্বাচনে আ.লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখায় বলে জানিয়েছে পরিবারের লোকজন।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর বিএনপির করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে দিনাজপুর কোতয়ালী থানা হেফাজতে রাখা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। 

টিএইচ