বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

বীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারকে জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

বীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারকে জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে একটি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পৌরশহরের আমাদের  ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারেকে এই জরিমানা করা হয়। ক্লিনিকের কাগজপত্র সঠিক না থাকায় ওই ক্লিনিকের প্যাথলজিক্যাল মান সঠিক না থাকায়, লাইসেন্স নবায়ন না থাকা, আবাসিক ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স না থাকা, অপারেশন থিয়েটার অপরিষ্কার, ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যতীত ভর্তিকৃত রোগীর চিকিৎসা দেয়ায় এ জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজা কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন আলী, বীরগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর এনামুল হোসেন, পুলিশ সদস্য, স্থানীয় সাংবাদিক এবং অন্যরা। 

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, বিভিন্ন অপরাধের কারণে আমাদের  ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষকেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এটি নিয়মিত রুটিন ওয়ার্কের অংশ এবং অব্যাহত থাকবে।

টিএইচ