শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে নতুন শিক্ষাবর্ষে জাইকার অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩ জুন) বীরগঞ্জ  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩১৪ জোড়া বেঞ্চ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. ফজলে এলাহী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস,  জাইকা প্রতিনিধি আবু খালিদ মোস্তাফিজ, বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী জিবরিল আহমাদ, স্থানীয় সাংবাদিক নেতারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

টিএইচ