বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বীরমুক্তিযোদ্ধার স্ত্রী দাবি করে ভাতা আত্মসাতের অভিযোগ  

জামালপুর প্রতিনিধি 

বীরমুক্তিযোদ্ধার স্ত্রী দাবি করে ভাতা আত্মসাতের অভিযোগ  

জামালপুর সদর উপজেলার রামনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আ. আজিজের সরকারি ভাতার অংশ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ পাওয়া গেছে উপজেলা মধ্য গজারিয়া গ্রামে মৃত তইম উদ্দিনের কন্যা মোছা খুকি বেগমের বিরুদ্ধে। এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা আজিজের স্ত্রী ছামিরন জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। 

এ বিষয়ে ছামিরন বলেন, আমার স্বামী ১৮ই মার্চ ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। এরপর আমি এবং আমার মৃত স্বামীর ঔরশজাত দুই পুত্র সন্তান ওয়ারিশগণ উত্তরাধিকারী হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে পরিচালক বরাবর আমার মৃত স্বামীর ভাতা ও রেশন আমার নামে প্রতিস্থাপনের জন্য আবেদন করি। আমার সমস্ত কাগজপত্র দেখে ২০১৪ সালে ৬ জুলাই আমার আবেদন মঞ্জুর করেন। ওই তারিখ থেকে নিয়মিত ভাতা ও রেশন সুবিধা ভোগ করে আসছি আমি। 

২০১৭ সালে মোছা. খুকি বেগম আমার নামে একজন মহিলা কতিপয় অসৎ লোকের সহযোগিতায় ভুয়া কাবিননামা তৈরি করে আমার মৃত স্বামীর স্ত্রী দাবি করে। পরে আমার নামে মঞ্জুরকৃত ভাতা ও রেশন থেকে ৫০ শতাংশ ভাতা ও তার নামে মঞ্জুরী করায় এই ঘটনায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে তদন্তের ভুয়া কাবিননামা ঘটনার সত্যতা মিলে। এ সত্ত্বেও আমার স্বামীর ভাতার অর্থ আত্মসাৎ করে যাচ্ছে ওই মহিলা। 

এ বিষয়ে রানাগাছা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মুসলিম নিকাহ রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম জানান, আমি মৃত তইম উদ্দিনের কন্যা মোছা. খুকি বেগমের কোন নিকাহ রেজিস্ট্রার ২০১৩ সালে ২০ মার্চ সম্পূর্ণ করেনি। 

এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, বীরমুক্তিযোদ্ধা মৃত আ. আজিজের স্ত্রী মোছা. ছামিরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি পুনঃতদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ