বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় 

মৌলভীবাজার প্রতিনিধি 

বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় 

মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ মো. মনজুর রহমান পিপিএম (বার)। গত  শনিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। পুলিশ সুপার জেলার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

তিনি তাদের সকলের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। মতবিনিময় সভায়  পুলিশ সুপার বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাসহ মৌলভীবাজারের সকল শ্রেণির নাগরিকদের হাসি মুখে সেবা দিতে মৌলভীবাজার জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ