বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে এমপিকে সংবর্ধনা প্রদান

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে এমপিকে সংবর্ধনা প্রদান

কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, ৬ষ্ঠ শ্রেণি ও এসএসসি কৃতি শিক্ষার্থী মেধাবৃত্তি প্রদান এবং কুমিল্লা -৫ আসনের এমপি এম এ জাহেরকে সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. কামাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা -৫ আসনের এমপি এম এ জাহের।

বিশেষ অতিথি ছিলেন, ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টার ও ছয়গ্রাম আলিম মাদ্রাসার সভাপতি ডা. দেলোয়ার  মামুন।

স্বাগত বক্তব্য রাখেন, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন, মো. হাবিবুর রহমান,স্বপন কুমার সাহা, মিজানুর রহমান লিটন, আবুল কাশেম মেম্বার, গোলাম ছামদানীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। পরিচালনায় ছিলেন, মো. শাহজাহান ও মোশাররফ হোসেন মাস্টার। পরে কৃতি শিক্ষার্থী মেধা বৃত্তি ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকরা।

টিএইচ