বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি  

বুড়িচংয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলমের সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহ্বায়ক জ্যেষ্ঠ প্রভাষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি আবু জায়েদ মো. শামসেদ।

অতিথি  ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান,   সাবেক সিনিয়র শিক্ষক আলী আহাম্মদ মাস্টার, ব্যবসায়ী ও সমাজসেবক মো. আমজাদ হোসেন, ফয়েজ আহমদ মেম্বার ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক তাছলিমা আক্তারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং অভিভাবকরা। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টিএইচ