শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

কুমিল্লার বুড়িচংয়ের নিমসারে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহূত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক যুবক মো. নূর নবী ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ ভাটামারা গ্রামের মো. মান্নানের ছেলে।

কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এতথ্য জানিয়েছেন।

র্যাব জানায়, আটক যুবক দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

টিএইচ