বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি 

বুড়িচংয়ে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

কুমিল্লার বুড়িচংয়ে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৩০ মে) বুড়িচং উপজেলার লড়িভাগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। 

মাদকবিরোধী এ সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার সীমান্তবর্তী লড়িবাগ ও তার আশপাশের কয়েকটি গ্রামে একাধিক মাদক মামলার আসামি মাদককারবারিরা ওই গ্রামের রাস্তা দিয়ে মাদক কারবার করেছ। 

মাদক সেবনে গ্রামের যুবসমাজকে উৎসাহিত করে ধ্বংস করছে। তাই গ্রামের যুবসমাজকে রক্ষায় মাদককারবার বন্ধের দাবিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, প্রধান শিক্ষক আবদুস সালাম, হুমায়ূন সদ্দারসহ আরো অনেকে।

টিএইচ