বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বৃষ্টির পানিতে অবরুদ্ধ ডিএনডিবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বৃষ্টির পানিতে অবরুদ্ধ ডিএনডিবাসী

কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা-ডেমরা-নারায়ণগঞ্জ (ডিএনডি) জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এ জলাবদ্ধতার কারণে অবরুদ্ধ ডিএনডিবাসী। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ডিএনডির অধিকাংশ মানুষ এখন পানিবন্দি। মানুষের মধ্যে নেমে এসেছে দুর্ভোগ ও অবর্ণনীয় কষ্ট। গৃহস্থালী ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সবকিছু পানির নিচে তলিয়ে গেছে।
 
ডিএনডিসহ নগরের বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখা গেছে, গত দুইদিন ধরে পানিবন্দি ডিএনডির মানুষ। কোথাও হাঁটু কোথাও কোমর কোথাও বা গলা সমান পানিতে তলিয়ে গেছে সড়ক ও অলিগলি। 

অধিকাংশ জায়গায় যানবাহন আটকে বিপাকে মানুষ। কুতুবপুর, লালপুর, লামাপাড়া, পৌষপুকুরপার, কোতালেরবাগ, ইসদাইর, সস্তাপুর, মাসদাইরসহ অন্তত ২৫-৩০ এলাকার মানুষ পানিবন্দি। অতীতের সব রেকর্ড ভেঙেছে এবারের জলাবদ্ধতা। 

প্রতিদিনের ন্যায় কর্মস্থলে বের হয়ে চরম দুর্ভোগে পথচারীরা। পথচারী সেলিম রেজা বলেন, ঘর থেকে বের হয়েছি কর্মস্থলে যাওয়ার জন্য। কিন্তু বের হয়ে পড়েছি বিপাকে। পানির জন্য আটকে আছি। কোমর পানি তাই রিকশা বা অটোরিকশা চলছে না। তাই কাজে যেতে হলে কোমর পানি দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। 

এ ছাড়া অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা ঘর থেকে বের হয়ে পানির কারণে আটকে আছে। তাদের দাবি জলাবদ্ধতা নিরসন না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হোক। জনজীবন যখন বিপর্যস্ত তখন অসস্থিকর অবস্থায় নগরবাসী। পানির নিচে তলিয়ে গেছে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। টুইটুম্বুর আশপাশের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। 

এদিকে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ২০১৬ সালে একনেকে ৫১৮ কোটি ১৯ লাখ টাকা ডিএনডি মেগা প্রকল্পের জন্য পাস হয়। পরে ২০১৭ সালে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়। তিন বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্থ সংকটে কাজ শেষ করা সম্ভব হয়নি। 

পরে এ কাজের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন মাসে শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে এখনো শেষ করা সম্ভব হয়নি। এদিকে কাজের গতি আরও তরান্বিত করতে ব্যয়ের পরিমাণ বেড়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা ২০২৪ সালের জুনে ডিএনডি মেগা প্রকল্পের কাজ শেষ করা বলে।

টিএইচ