শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি 

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার (১৮ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এপথে দুই দেশের মধ্যে সচল আছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ২ দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রব্যসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহূত কাঁচামালও রয়েছে।

 বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারতে বিশ্বকর্মা পূজায় সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তবে, আজ সকাল থেকে পুনরায় ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ওপারে ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।

টিএইচ