শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক

 বেনাপোল প্রতিনিধি 

বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক

যশোরের বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে বেনাপোল থেকে ঢাকাগামী এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান হতে বিপুল পরিমান রাজস্ব ফাঁকির অবৈধ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। 

গত বৃহষ্পতিবার রাতে ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্টের নিয়মিত তল্লাশি স্থানে এসএ পরিবহনের বেনাপোল হতে ছেড়ে আসা ট্রাক আটকের পর বৈধ মালামাল তল্লাশ চালালে বৈধ কাগজপত্র বিহীন বা এলসির ইনভয়েস কাগজপত্র বিহীন অবৈধ ভারতীয় শাড়ী,থ্রীপিচ,চকলেট,ঔষধ ও কসমেটিক্স পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে ৮০ লাখ টাকা।

 যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালানা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা। 

বিজিবি সূত্রে জানা যায়, এসএ পরিবহন কুরিয়ার হতে জব্দকৃত মালামালের গণনা ও মূল্য নির্ধারণের কাজ চলমান রয়েছে। স্থানীয় বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, অবৈধ পণ্য বুকিংয়ে এসএ পরিবহনের বেনাপোল শাখা অফিসটি অন্যতম। 

গত বছর ২৪ আগস্ট ৪৯বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বেনাপোল বাজারস্থ এসএ পরিবহন কুরিয়ারের অফিসের সামনে হতে বিপুল পরিমান কসমেটিক্স ও ওষুধের চালান জব্দ করেন।

টিএইচ