শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বেনাপোলে সোনার বার ও হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে সোনার বার ও হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি 
 বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে সোনারবার ও হুন্ডির টাকাসহ ইয়ামিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গত সোমবার সন্ধ্যায় স্বর্ণের বার ও বাংলাদেশি নগদ ১২ লাখ ৫৫ হাজার টাকা এবং মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক আসামি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিবির জানান, গত সোমবার আমড়াখালি চেকপোস্টের বিজিবি সদস্য কর্তৃক নিয়মিত গাড়ি তল্লাশীর অংশ হিসেবে একজন মোটরসাইকেল আরোহী ইয়ামীনকে তল্লাশি করে। 

এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্য তাকে এবং তার ব্যবহূত মোটরসাইকেল তল্লাশি করে। পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে তার মোটরসাইকেলের সিটের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার, ২টি মোবাইল এবং বাংলাদেশি ১২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ২টির সর্বমোট ওজন ০.২৩৪ গ্রাম এবং যার বর্তমান মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা।

আসামিসহ আটক স্বর্ণ, বাংলাদেশি নগদ টাকা ও মোটরসাইকেল মামলার মাধ্যমে আসামিকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ও বাংলাদেশি নগদ টাকা ট্রেজারিতে জমা করা হয়।

টিএইচ