সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বেলকুচিতে দুর্বৃত্তের হাতে ব্যবসায়ী খুন 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচিতে দুর্বৃত্তের হাতে ব্যবসায়ী খুন 

সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। 

ঘটনার বিষয়টি জানিয়েছেন থানার ওসি খায়রুল বাশার। নিহত যুবক বেলকুচি পৌর এলাকার চালা সাত মাথা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে মধ্যে মধ্যে বসে থাকত রুবেল। তারই ধারাবাহিকতায় আজও বসে ছিল। কোন এক সময় দুর্বত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। 

পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুনকে ডেকে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুন জানান, আমার সহকর্মীকে সাথে নিয়ে এগিয়ে গিয়ে দেখি রুবেল মারাত্মক জখম হয়ে পুকুর পাড়ে পরে আছে। অবস্থার বেগতিক দেখে তাকে খাঁজা এনায়েতপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে দুর্বত্তের হাতে রুবেল হোসেন নামের এক যুবক খুন হয়েছে। ঘটনাটি আমরা ক্ষতিয়ে দেখছি। আপনাদের এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

টিএইচ