বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বেড়ায় তীর সংরক্ষণ প্রকল্পের ডাম্পিং ব্লকে ধস  

বেড়া (পাবনা) প্রতিনিধি

বেড়ায় তীর সংরক্ষণ প্রকল্পের ডাম্পিং ব্লকে ধস  

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা গ্রামের পেচাকোলা বাজার সংলগ্ন বাবুল হোসেনের বাড়ির কাছে যমুনা নদীর পাড় রক্ষায় ডাম্পিং সিসি ব্লক ও জিওব্যাগ ধসে পড়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও নদীর তীরবর্তী মানুষেরা ভাঙন আতঙ্কে রয়েছেন।

সরেজমিন পরিদর্শন করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে নদীর ভাঙন রোধ করার জন্য গত রোববার এলাকাবাসীর পক্ষে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সিলটু শেখ স্বাক্ষরিত লিখিত আবেদন বেড়া পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী বরাবর দিয়েছেন বলে ওই ইউপি সদস্য জানিয়েছেন।
  
ধসে পড়া বিষয়ে নদী পাড়ের বাসিন্দা আবুল কালাম আজাদ, ইঞ্জি. কামাল পাশা, বাবুল হোসেন, মোকসেদ বেপারী, মোজাম সরদার, সোহেল মোল্লা, আনছার মোল্লাসহ অনেকেই বলেন, ঝুকিপূর্ণ ওই স্থানে পানির গভীরতা প্রায় ৩০ ফুট এবং নদীর পাড় থেকে নদীর গভীর পর্যন্ত ডাম্পিং ব্লকসহ পিচিং ব্লক ধসে গেছে। মাঘ মাস থেকে নদীতে পানির উপর স্তর বৃদ্ধি পেতে থাকে এবং নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের টানে নদীর পাড়ে ভাঙনের তান্ডব শুরু হয়। জনবসতি এলাকাসহ তীর সংরক্ষণ প্রকল্প রক্ষায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 

পেচাকোলা বাজারের ব্যবসায়ী আবুল হোসেন মুক্তার, দেলোয়ার সাদ্দাম হোসেন, আবদুল্লাহসহ আরও অনেকে বলেন, জরুরিভাবে ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ডাম্পিং বা ধস রোধ করার ব্যবস্থা গ্রহণ না করা হলে বাজার এলাকা ও আশেপাশের বহু বসত বাড়ি নদীগর্ভ বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। 

এ বিষয়ে হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ সরকার বলেন, পেচাকোলা বাজার সংলগ্ন যমুনা নদীর পশ্চিম পাড়ে ডাম্পিং ব্লক ধসে পড়ার স্থানটি সারেজমিনে আমি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ডেপুটি স্পিকার অ্যাড.শামসুল হক টুকুকে সুপারিশ করার জন্য অনুরোধ করাসহ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। স্পিকারও পাউবোকে তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কথা বলেছেন। 

বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেশের বাইরে থাকায়  যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে  বেড়া পানি উন্নয়ন বোর্ডের এসও শামসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সংক্রান্ত একটি আবেদন গত রোববার ডিভিশনে জমা দিয়েছেন পেচাকোলা এলাকার জনগণ। নির্বাহী প্রকৌশলী দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা বা হচ্ছে তিনি বলতে পারেন নি।

টিএইচ