বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বেড়ায় ফুটপথের দোকানগুলোতে পুরোনো গরম পোশাকের সমারোহ 

বেড়া (পাবনা) প্রতিনিধি

বেড়ায় ফুটপথের দোকানগুলোতে পুরোনো গরম পোশাকের সমারোহ 

হেমন্তের বিদায়ের পর শীত জানান দিচ্ছে তার উপস্থিতি। ইতোমধ্যেই  গ্রাম-গঞ্জে শীতের তীব্রতা অনুভুত হচ্ছে। শীতের প্রভাবে পিঠা রসিকদের ঠান্ডা হাতে গরম পিঠার স্বাদ গ্রহণ শুরু হয়েছে। কুয়াশার চাদরে গ্রাম বাংলা আচ্ছাদিত। 

শীতের পোশাক গায়ে তুলেছে গ্রামের মানুষ। ধুনকাররা ব্যস্ত হয়ে পড়েছে লেপ-তোষক বানাতে। বৃদ্ধি পেয়েছে তুলার দাম। হাট-বাজারেগুলোতে গরম কাপড়ের সমারোহ ঘটেছে বিপুল পরিমাণে। 

পাবনার বেড়া উপজেলার হাট-বাজারের ফুটপথের দোকানগুলোতে শীতের পোশাক নিয়ে সেজে উঠতে দেখা যাচ্ছে। নতুন আনা পুরোনো গরম পোশাকের পাশাপাশি গত শীত মৌসুমে অবিক্রিত পোশাকগুলোও দোকানগুলোতে তোলা হয়েছে। শীত ধীরে ধীরে বেশী পড়বে আর এ বছরে আনা কাপড়ের গাইট খোলা হবে। 

বেড়া সিএন্ডবির পুরাতন কাপড় ব্যবসায়ী সানিলার সাইফুল ইসলাম নয়ন জানান, চিটাগং পাইকারী পুরাতন কাপড়ের মার্কেট থেকে পুরাতন কাপড়ের গাইট কেনা হয়ে থাকে। বিভিন্ন ধরনের কাপড়ের জন্য বিভিন্ন ধরনের গাইট। সোয়েটার, মোটা গেঞ্জি, ট্রাউজার, কোর্ট ও জ্যাকেটের আলাদা আলাদা গাইট। ভিন্ন ভিন্ন ধরনের পোশাকের ভিন্ন ভিন্ন গাইট।  

কাশীনাথপুর বাজারের পুরাতন গরম কাপড় ব্যবসায়ী তারেক মিয়া জানায়, প্রথমে কিনে এনে গাইট বাড়িতে খুলে কাপড়ের সাইজ ও ধরন অনুযায়ী সটিং (আলাদা আলাদা) করতে হয়, আলাদা ভাবে নিয়ে তুলনামূলক ভালো ও নিখুঁত পোশাকগুলো বাছাই করা হয়। গাইটে বাঁধার জন্য কাপড়গুলোতে ভাঁজ পড়ে যায়, বাড়িতে সেগুলোকে ইস্ত্রি করে যথাসাধ্য নিখুত করে তুলতে পোশাকগুলোকে বিক্রির জন্য বাজারে নিয়ে আসি। 

সিএন্ডবি পুরাতন জামা কাপড়ের বাজারে পুরাতন জ্যাকেট ও কোর্ট বিক্রেতা আমিন উদ্দিন বলেন, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণির কিশোর যুবারা বিশেষ করে যারা মোটরসাইকেল চালায় তারা জ্যাকেটের প্রতি বেশি আগ্রহী। মান অনুযায়ী এক একটি ১০০০ টাকা থেকে ২০০০ টাকা দামে জ্যাকেট বিক্রি হয়ে থাকে। 

পুরাতন কোর্ট প্রায় সব বয়সের মানুষ কিনে থাকে। কোর্ট ৫০০ টাকা থেকে ১২০০ টাকায় বিক্রি করা হয়ে থাকে। কখনো কখনো পুরাতন কাপড়ের গাইটে নিখুত কোর্ট, জ্যাকেট পাওয় যায়। 

বেড়া সিএন্ডবি বাজারে লেপ-তোষক ব্যবসায়ী সুজনের দোকানে গেলে দেখা যায়, তার কর্মচারিরা কেউ কেউ তুলা ছাড়ানো মেশিনে (ধুনা) দলা পাকানো তুলাকে ছাড়িয়ে নিচ্ছে, কেউ বা আবার লেপ-তোষক সেরাই করছে। তুলার দাম নিয়ে সুজন, শান্তাসহ লেপ-তোষক ব্যবসায়ীদের সবার কথাই প্রায় একই ধরনের। 

শীতকালে তুলা ও লেপ-তোষক বানানোর লালশালু ও মোটা কাপড়ের দাম কিছুটা বৃদ্ধি পায় কিন্তু এবার শীত মৌসুম পড়ার সাথে সাথেই তুলা ও কাপড়ের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী।   
     
টিএইচ