দিনাজপুরের বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে ও রনগাঁও ইউনিয়নের চিন্তামনি বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানান, উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের মেসার্স এজাজ ট্রের্ডাসের মালিক এজাজ কৃষকের কাছে সার বিক্রি না করে অন্য মানুষের কাছে সার বিক্রিসহ অনিয়ম করে আসছিল।
সে কারণে তার ১০ হাজার এবং রনগাঁও ইউনিয়নের চিন্তামনি বাজারে মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক জাহাঙ্গীরের কাছে সার বিক্রির লাইসেন্স না থাকার পরও সার বিক্রির কারণে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
টিএইচ