সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বোদা পৌরসভার বাজেট ঘোষণা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদা পৌরসভার বাজেট ঘোষণা

পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ১২ কোটি ৫৮ লাখ ৩ হাজার ১২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত রোববার পৌরসভার হলরুমে পৌরমেয়র আলহাজ মো. আজাহার আলী এ বাজেট ঘোষণা করেন। 

ঘোষিত বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ২১ হাজার ৭৭২ টাকা আর উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৩৫০ টাকা। বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হয়নি। 

ঘোষিত বাজেটের উপর বক্তব্য রাখেন বোদা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, পৌর আ.লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহ সরকার ও  প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির। বাজেট পেশকালে বোদা পৌরসভার কাউন্সিলর, পৌর কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ঘোষিত বাজেটকে সবাই স্বাগত জানিয়েছেন।

টিএইচ