বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোরহানউদ্দিনে শিশুর মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

বোরহানউদ্দিনে শিশুর মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলাবাগান থেকে ইসরাক হোসেন (৪) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসরাক হোসেন কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদিপ্রবাসী শেখ ফরিদের ছেলে। 

নিহত শিশু ইশরাকের মা ইয়ানুর বেগম জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রতিদিনের মতো দরজায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিলো তার ছেলে ইসরাক। হঠাত তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ২ ঘণ্টা পর বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে অজ্ঞান অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়। 

পরে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান জানান, শিশুর মরদেহ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলমান রয়েছে।

টিএইচ