বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোরহানউদ্দিনে ১৩ জুয়াড়ি আটক

ভোলা প্রতিনিধি

বোরহানউদ্দিনে ১৩ জুয়াড়ি আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চকঢোস গ্রাম এলাকা থেকে ১৩ জুয়াড়িকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এসআই মনির হোসেন ও এসআই জি.এম. শাহাবুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে স্থানীয় সবুজের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেন। 

আটকরা হলেন,  চকঢোস গ্রামের মফিজুল হকের ছেলে  লোকমান, জাহাঙ্গীরের ছেলে মনির, আ. গনির ছেলে ইব্রাহীম, আবু তাহেরের ছেলে আকবর হোসেন, জাকির হোসেনের ছেলে সোহাগ, আব্দুল গনির ছেলে ইসমাইল, আবুল কালামের ছেলে জসিম, ছেলামতের ছেলে কামরুল, ইউনুসের ছেলে রুবেল, আব্দুর কাদেরের ছেলে মিজানুর রহমান, সামসুল হকের ছেলে জিয়া, রফিজল মিয়ার ছেলে মিজান, খোরশেদ আলমের ছেলে আক্তার। 

তাদের জুয়া আইনে মামলা করে ভোলার আদালতে প্রেরন করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির (বিপিএম) জানান, ১৩ জুয়াড়িকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। জুয়া খেলাসহ সব অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

টিএইচ