বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত বানিয়াচংয়ের কৃষক

বানিয়াচং প্রতিনিধি

বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত বানিয়াচংয়ের কৃষক

হবিগঞ্জকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন বানিয়াচং উপজেলার কৃষকরা। এ উপজেলার বেশিরভাগ মানুষই কৃষিনির্ভর। হাজার হাজার পরিবার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। এর মধ্যে ধান চাষকেই প্রধান পেশা হিসেবে বেছে নেন তারা। সম্প্রতি শেষ হয়েছে আমন মৌসুম। শুরু হয়েছে বোরো মৌসুম। 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের কৃষক আব্দুল মন্নান মিয়া বলেন, এবার আমি ১০ বিঘা জমিতে ধান চাষ করার জন্য বীজতলা তৈরি করেছি। শীত নামার আগেই বীজ বপন করলে বীজতলায় বেশি চারা গজায় এবং রোগ-বালাইমুক্ত সুস্থভাবে চারা বেড়ে ওঠে। এ কারণে আগেভাগেই বীজতলা তৈরি ও বীজ বপন করছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, বর্তমান সময় বীজতলা তৈরির জন্য খুবই উপযোগী সময়। এ বছর বানিয়াচংয়ে ৩৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫০৩ হেক্টর জমিতে।

ইতোমধ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

টিএইচ