বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোয়ালখালীতে জলাবদ্ধতা দূরীকরণে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে জলাবদ্ধতা দূরীকরণে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বোয়ালখালীতে জলাবদ্ধতা নিরসনে শাকপুরা এলাকায় কোদালা খালে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাকপুরা চৌহমুনী এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন। 

এ  সময় এস্কেভেটর দিয়ে এলাকার বাণিজ্যিকভাবে গড়ে উঠা ১২টি স্থাপনা ভাঙতে শুরু করে। উচ্ছেদ অভিযানে একের পর এক স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

স্থানীয়রা জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে বেশকিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার বাসিন্দা। বিশেষ করে শাকপুরা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এসময় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন বলেন, খালে অবৈধ স্থাপনা ও ভরাটের কারণে ভারী বর্ষণে শাকপুরা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

খাল ও কালভার্ট দখল করে অবৈধ স্থাপনা নিমার্ণ করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে খালের ভরাট অংশ পুনঃখনন করা হচ্ছে। তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসনে শুরু হওয়া অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে এর পুরোপুরি সুফল আসবে আগামী বর্ষায়।

এসময় উপস্থিত ছিলেন শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক মানিক, মো. ছাদেক, মো.কফিল, সম্ভু চৌধুরী, অনুপ দাশ ও মো. হেলাল।

টিএইচ