সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বোয়ালখালীতে স্কুলছাত্রের আত্মহত্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে স্কুলছাত্রের আত্মহত্যা

বোয়ালখালীতে আহাদুল ইসলাম বিজয় (১৭) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্কুলছাত্র বিজয় উপজেলার হাজী আবুল হোসেন নুর নাহার উচ্চ বিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পাস করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরখিজিরপুর এলাশার হতে ঝুলন্ত লাশ উদ্ধার করেন বোয়ালখালী থানা পুলিশ। নিহত বিজয় চরখিজিরপুর এলাশার টেক্সঘর ৯নং ওয়ার্ডের ডা. খায়ের আহমদের বাড়ি হামিদুল হকের ছেলে। 

নিহতের বাবা হামিদুল হক বলেন, দুপুরের ভাত খাবার সময় লেখাপড়ার বিষয়ে শাসন করায় মায়ের সাথে অভিমান করে বেলা ৩টার দিকে নিজের  ঘরে উড়না পেঁচিয়ে ফাঁস দেয় বিজয়।

এবিষয়ে বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, স্কুলছাত্র বিজয় আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

টিএইচ