বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে বুধবার (৬ ডিসেম্বর) রাজ কুমার মণ্ডল নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে। রাজ কুমার মণ্ডল বনচাকী গ্রামের কালিপদ মণ্ডলের ছেলে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই আব্দুল লতিফ বলেন, বুধবার (৬ ডিসেম্বর) পাটের রশি দিয়ে নিজ ঘরে আড়ার সঙ্গে রাজ কুমার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। 

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। কি কারণে মারা গেছে তা এখনো জানা যায়নি। তবে তার পরিবার দাবি করছে রাজ কুমার পেটে ব্যথায় ভুগছিল।

টিএইচ