শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে ট্রাকচাপায় নিহত ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ট্রাকচাপায় নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের চাপায় বাকিয়ার মল্লিক (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয় পথচারী জালাল মিয়া (৬৭) নামের আরেক ব্যক্তি। জালাল মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতকটি ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

নিহত ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের মৃক হানিফ মল্লিকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) আলু বোঝাই করা বোয়ালমারী উদ্দেশ্যে আসা ট্রাক মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদী বাসস্ট্যান্ডে পৌঁছায় বাকিয়ার মল্লিককে চাপা দেয়। এ সময় বাকিয়ার মল্লিক ঘটনাস্থলেই নিহত হয়।

আহত হয় পথচারী জালাল মিয়া। চালক ট্রাকটি দ্রুত চালিয়ে বোয়ালমারী বাজারে আলুর আড়োতে ট্রাকটি থামিয়ে পালিয়ে যাই। পুলিশ খবর পেয়ে আলুর আড়ত থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাই।

এসআই আব্দুর রশিদ বলেন, মাঝকান্দী এলাকায় মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর আলু বোঝাই করা একটি ট্রাক একজনকে চাপা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকটিকে বোয়ালমারী বাজারের আলুর আড়ত থেকে ট্রাকটি আটক করা হয়েছে। চালক আগেই পালিয়ে গেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ