ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় চম্পা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী। তিনি ৫ ছেলে ও এক মেয়ের জননী।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সুতালিয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী চম্পা বেগম বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চরবনমালীপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার (১৫ জানুয়ারি) বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ রাতেই হস্তান্তর করা হয়েছে।
টিএইচ