বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে বাংলা মদসহ দুজন গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে বাংলা মদসহ দুজন গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী থানার এসআই আব্দুর রহমান, এএসআই মনির হোসাইন, এএসআই শফিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মার্চ) ১০ লিটার বাংলা মদসহ দুই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারদের নামে মামলা প্রক্রিয়াধীন।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) পুলিশ জানতে পারে দক্ষিণ কামারগ্রামে মো. মাফুজার শেখের নিজ বাড়িতে মাফুজার শেখ ও মো. তুষার মাতুব্বর মদ বেঁচাকেনা করছে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুজতে পেরে তারা পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাদের হাতে থাকা মদসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

থানার ওসি মো. সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ লিটার বাংলা মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের মঙ্গলবার (৫ মার্চ) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ