বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি 

ফরিদপুর প্রতিনিধি 

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রিফাতকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা ও জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করাসহ বিশৃঙ্খল ভাবে চলাফেরার অভিযোগ রয়েছে। 

গত রোববার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে কাজী রিফাতের মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল নাম্বারটা বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে, বিগত দলীয় বিভিন্ন প্রোগ্রামে তাকে দলীয় অনেক দায়িত্ব দেবার পরেও দায়িত্ব পালন না করা প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ না করাসহ তার বিরুদ্ধে নানান সময়ে পদ পদবী ও দল সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং বিগত কয়েকটি প্রোগ্রামে তাকে দলীয় অনেক দায়িত্ব দেবার পরেও দায়িত্ব পালন করেন নি। এছাড়াও দলীয় প্রোগ্রামগুলোতে অনুপস্থিত, বিশৃঙ্খলভাবে চলাফেরা এবং দলীয় বিভিন্ন সিদ্ধান্ত না মানায় তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

টিএইচ