বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ব্রাহ্মণপাড়ায় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা ও র্যালি

কুমিল্লা প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা ও র্যালি

‘মজবুত হলে পুষ্টির ভীত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১০ জুন) দিনব্যাপী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়।

 দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুষ্টিস্তর উন্নয়নে পুষ্টি বিষয়ক দীর্ঘ আলোচনায় উপজেলার পুষ্টি চিত্র তুলে ধরে করণীয় নির্ধারণ এবং সমন্বিতভাবে কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনিরুল ইসলাম, সার্জারি কনসালট্যান্ট ডা. আবু বকর সিদ্দিক ফয়সাল, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. অরুপ সিংহ, ডা. ইয়ামিন ইসলাম তুহিন,  ডা. শারমিন সুলতানা, ডা. আসিফ মোহাম্মদ তকি, ডা. তাসনিম আজিজ নোভা, ইউনানি মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির, সেনেটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ, আবুল হোসেন রকিব প্রমুখ।

টিএইচ