রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

ওই অভিযানে ভারতীয় ৫০ হাজার ৭৫৯ পিস কসমেটিক্সসামগ্রী এবং ৯ হাজার ৮১৩ গজ জর্জেট থান কাপড় জব্দ করে। আটক অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ২ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ১৭০ টাকা। আটক চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়নের অভিযান চলমান থাকবে।

টিএইচ