সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে একজন নিহত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরির আঘাতে রনি ঢালী নামে এক তরুণকে হত্যার অভিযোগে রাজু (২২) নামের আরেক তরুণকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

রনি ঢালী পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে। আটক রাজু ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের সাঈদ মিয়ার ছেলে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার রনি বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজুর সঙ্গে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঁঠ বাগানের পাশে একটি মসজিদের কোনায় অবস্থান করছিলেন। 

এরই মধ্যে কোনো একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে রাজু পালিয়ে যায়। আঘাতপ্রাপ্ত রনিকে তার আরেক বন্ধু শুভ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর মারা যায় রনি। এসময় হত্যায় ব্যবহূত ছুরিটি জব্দ করা হয়।

শুভ হাসপাতালে পুলিশকে জানায়, রনি ফোন দিয়েছিল তাকে। তারপর সে ঘটনাস্থলে গিয়ে দেখে রনি ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে রাজুকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে। সে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল। রাজুকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে কি কারণে রনিকে সে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

টিএইচ