বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পরে একইসঙ্গে চার সন্তান প্রসব করেছেন এক গৃহবধূ। তার নাম  রিপা বেগম (২৩)।

সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে একসঙ্গে চার নবজাতক প্রসবের ঘটনা ঘটে।

রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও বাকি তিনজন মেয়ে।

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা. শারমিন সুলতানা গণমাধ্যমকে বলেন, এর আগে প্রসূতির একটি শিশু প্রসবের সময় মারা যায়। এরপর থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রসূতি এবার আগে থেকেই সন্তান প্রসবের জন্য ফিট ছিলেন।

তিনি আরও বলেন, বিকেলে তাকে হাসপাতালে আনা হলে প্রথমে তাকে স্বাভাবিকভাবে প্রসবের চেষ্টা করা হয়। এভাবে একটি শিশু প্রসব করার পর তার ব্যথা বেড়ে যায়। পরে সিজারিয়ান পদ্ধতিতে আরও তিনটি শিশু প্রসব করেন তিনি। মা ও শিশুরা সবাই ভালো আছে।

নবজাতকদের পিতা সাগর আলী বলেন, আমি বিদেশে থাকতাম। দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। গত দুই বছর আগে আমার স্ত্রী প্রসবের সময় বাচ্চা মারা যায়। বিয়ের প্রায় ১০ বছর পর একসঙ্গে চারটি বাচ্চা দেখে আমি অনেক খুশি।

এআই