সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ব্রাহ্মণবাড়িয়ায় মা-ছেলের ওপর এসিড নিক্ষেপে তিনজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মা-ছেলের ওপর এসিড নিক্ষেপে তিনজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জ্বল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এর মধ্যে সোহাগ ও উজ্জ্বল পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়,  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের সুমা বেগমের স্বামী জহির খান প্রায়ই নির্যাতন চালাতেন। এ ঘটনায় তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠান। 

এরই জেরে জহির খানের বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় সুমা বেগমের ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানের ওপর এসিড নিক্ষেপ করে। এতে তারা দুজনই আহত হন। 

এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে আট বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, এসিড নিক্ষেপের মতো ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন, তাতে তারা সন্তুষ্ট। 

মামলার বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাদের দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছেন, তাতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।  

টিএইচ