সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বড়দিন উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়  

রাঙ্গামাটি প্রতিনিধি

বড়দিন উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়  

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান- বড়দিন উদযাপন উপলক্ষে বড়দিন উদযাপন কমিটির নেতাদের সঙ্গে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গির্জার পরিচালকরাসহ বড়দিন উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন বড়দিন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় পুলিশ সুপার এবং গির্জার পরিচালকদের মধ্যে আসন্ন বড়দিন অনুষ্ঠান নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

টিএইচ