শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি  

বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়াড়গাড়ফা এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) চান্দাই মরহুম মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে কমলা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বড়াইগ্রামের সাতইল গ্রামের নৌকা রুপসী বাংলা প্রথম ও সোনার তরী দ্বিতীয় এবং চাটমোহরের জনতা এক্সপ্রেস তৃতীয় স্থান অধিকার করেছে। 

প্রতিযোগিতা শেষে চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি বিজয়ীদের হাতে প্রথম পুরষ্কার হিসাবে একটি ১৮০ লিটার ফ্রিজ, দ্বিতীয় পুরষ্কার ১৩০ লিটার ফ্রিজ ও ও তৃতীয় পুরষ্কার হিসাবে একটি এলইডি টিভি মনিটর তুলে দেন। 

এছাড়া সৌজন্য পুরষ্কার হিসাবে ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে একটি করে ব্লেন্ডার দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুদাসপুর পৌরমেয়র শাহনেওয়াজ আলী, গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাটমোহরের ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিলুপ্তপ্রায় এ নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে বড়াইগ্রাম, গুরুদাসপুর ও পাবনার চাটমোহর উপজেলার কমপক্ষে ২০ হাজার মানুষ জড়ো হয়েছিল। 

টিএইচ