সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বড়াইগ্রামে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে ইয়াসিন খান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন গড়মাটি গ্রামের ইলিয়াস আলী খাঁনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল হক সেলিম জানান, শনিবার (১৫ জুলাই) শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তার মা বাড়িতে গৃহস্থালী কাজ করছিলেন। 

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তার অচেতন দেহ ভাসতে দেখেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টিএইচ