রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে বোমাসহ কৃষকলীগ নেতা আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বড়াইগ্রামে বোমাসহ কৃষকলীগ নেতা আটক

নাটোরের বড়াইগ্রামে বড় হাসুয়া ও তিনটি পেট্রোল বোমাসহ রবিউল করিম পিন্টু (৪৫) নামে এক কৃষকলীগ নেতাকে আটক করা হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার গোয়ালিফা এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থনীয়রা। আটক রবিউল করিম পিন্টু উপজেলার আগ্রান গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক। 

প্রত্যক্ষদর্শী ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অপারেটর আব্দুল মালেক জানান, গোয়ালিফা এলাকায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ব্রিজের প্যালাসাইটিং ওয়াল নির্মাণের কাজ চলছিল। 

শনিবার (১ ফেব্রুয়ারি) কৃষকলীগ নেতা রবিউল করিম পিন্টুর নেতৃত্বে ১০-১২ জন যুবক সেখানে এসে কাজে বাধা দেয়। পরে তার সামনেই কাজের তদারকির দায়িত্বে থাকা ঠিকাদারের প্রতিনিধির কাছে চাঁদা দাবি করে। 

এ সময় স্থনীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে একটি ৪৫ ইঞ্চি দৈর্ঘ্যের বড় হাসুয়া ও তিনটি পেট্রোল বোমাসহ তাকে আটক করে। পরে স্থনীয়রা তাকে বেঁধে রেখে খবর দিলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টিএইচ