ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর আলম শাহাবুরকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল চারটার দিকে ভাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর আলম শাহাবুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দেয়ার অভিযোগ রয়েছে। তাকে বৈষম্যবিরোধী দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে।
টিএইচ